Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

সারিয়াকান্দি উপজেলা বগুড়া জেলা সদর থেকে ২২ কিঃমিঃ পূর্বে অবস্থিত। বগুড়া জেলার চেলোপাড়া বাস টার্মিনাল  থেকে বাস ও সিএনজিতে অল্প সময়ে গাবতলি উপজেলার উপর দিয়ে আসা-যাওয়া করা যায়। উপজেলার পূর্বে জামালপুর জেলা অবস্থিত। এ উপজেলার উত্তরে সোনাতলা উপজেলা, দক্ষিণে ধুনট উপজেলা এবং পশ্চিমে গাবতলি উপজেলা অবস্থিত। সারিয়াকান্দি উপজেলাতে জামালপুর জেলা থেকে নৌকা যোগে আসা-যাওয়া করা যায়। এছাড়া জেলার অন্যান্য উপজেলা থেকে বাস ও সিএনজিতে আসা-যাওয়া করা যায়। এ উপজেলায় পাঁকা রাস্তা ২০৬ কিঃমিঃ, আধা পাঁকা রাস্তা ৮০ কিঃ মিঃ ও কাঁচা রাস্তা ৯০৬ কিঃ মিঃ ।যোগাযোগের বাহন হিসেবে বাস, সিএনজি, অটোরিক্সা, রিক্সা, ভ্যান, ঘোড়া গাড়ী ও নৌকা অন্যতম। এছাড়া মালামাল পরিবহণের জন্য ট্রাক, ঠেলাগাড়ি ও নৌকা প্রধান বাহণ।

অফিস টেলিফোনঃ ০২৫৮৮৮৭৭১৪৮

মোবাইলঃ ০১৭৩৪-৭৫৩৮৬২ , ০১৭৩৬-২০১৭৯৭